নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র প্রাইমারী স্কুল সংলগ্ন ষ্টুডিও নাগ ডিজিটালে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চুরেরা এ সময় ৬টি ক্যামেরা, ১টি মোবাইল সেট ও নগদটাকাসহ প্রায় আড়াই ল¶াধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে দোকানের সত্ত¡াধিকারী পিন্টু নাগ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ওসমানী সড়কের প্রধান রা¯—ার পাশে ষ্টুডিও নাগ ডিজিটালে গত রবিবার গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। চুরের দল এ সময় ঘরের দরজার তালা ভেঙ্গে উলেখিত মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে দোকানের মালিক ঘরের তালা ভাঙ্গা দেখে চুরির ঘটনাটি নিশ্চিত হয়ে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীকে অবগত করলে তিনি নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।