প্রেস বিজ্ঞপ্তি \ গত শনিবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাউসিলে মোঃ সাইদুল হককে সভাপতি, মোঃ মাসুক মিয়াকে সাধারণ সম্পাদক ও শামছুর রহমান বাচ্চকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ সদর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সৈয়দ সোহেলুর এহসান সোহেল, শাহ নূর“ল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুর রহমান রাযহান, কোষাধ্য¶ মোঃ কামর“ল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল হক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান ফার“ক, জনসংযোগ সম্পাদক মোঃ সাহিদ মিয়া, সমাজসেবা সম্পাদক ইফতেখার“ল হক নোমান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মর্তুজ আলী নানু, কৃষি সমবায় ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক শাহ শাহরাজ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মধুমিতা ধর, শি¶া বিষয়ক সম্পাদক মোঃ র“হুল আমিন, আইন বিষয়ক সম্পাদক খান মোঃ ইসতিয়াক, জন¯^াস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কৃপেশ সূত্রধর, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, সংখ্যালঘু ¶ুদ্র জাতিসত্ত¡া ও আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক দীপক আচার্য্য দিপু, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ, সদস্য সৈয়দ আজিজুর রহমান, আব্দুর রাজ্জাক, মোঃ আবুল কালাম, সালাউদ্দিন টিটু, সালেহ উদ্দিন বাচ্চু, মো¯—াফিজুর রহমান, শংকর চন্দ্র দাশ, আব্দুল আওয়াল।