প্রেস বিজ্ঞপ্তি \ সৈয়দ রাশিদুল হক র“জেন পরিচালিত ও গীতিকার আব্দুল মুকিত প্রযোজিত রক্তাক্ত চিঠি নবীগঞ্জের নতুন বাজারে প্রদর্শিত হল। রক্তাক্ত চিঠির প্রযোজক গীতিকার আব্দুল মুকিত’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শিনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার সš—ান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়েদুল কাদের হেলাল, “রক্তাক্ত চিঠি’র পরিচালক সৈয়দ রাশিদুল হক র“জেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, যুবলীগ নেতা নেছার আহমেদ খেলু, মহরম আলী, মাসুদুর রহমান মধু, আওয়ামীলীগ নেতা আব্দাল মিয়া মেম্বার, ফুরকান মজুমদার আশিক প্রমূখ।