প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে নকিব রকিব মাখনের সুস্থতা কামনা করে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছেন ১০নং সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যায় আতুকুড়া বাজারে ইউনিয়ন ছাত্রদলের অস্থায়ী কার্যালয়েল এ মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেতু আখনজির পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল নেতা মোঃ তারেকুল ইসলাম খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন মিয়া, আখনজি, জাসাস সভাপতি মহিবুল ইসলাম উজ্জল, হেলাল মিয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, এমরনা খান, আজিজুর রহমান, তোফালেয় ইসলাম খান, তারেক আখনজি, সাফুয়ান খান, মুর্শেদ, মিসকাত খান, তজিমুল, দেলোয়ার প্রমূখ। সভা শেষে ফজলে নকিব রকিব মাখনের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।