প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল জাতীয় পার্টির চেয়াম্যানের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এম এ সোবহান চৌধুরীর আহ্বানে শহরের শ্যামলীস্থ নিজ বাসভবনে এক সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব এডঃ আজমান আলী। বক্তব্য রাখেন এম এ সোবহান চৌধুরী, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল, আব্দুল মুক্তাদির চৌধুরী অপু, মীর জিয়াউল হক জিয়া, মোঃ তৌহিদুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ বাবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভাষক লুৎফুর রহমান, মোঃ ইদ্রিস চৌধুরী, জেলা কৃষক পার্টির সভাপতি মনজুরুল হক মাসুদ, জেলা ছাত্র সমাজের সভাপতি মুস্তাফিজুর রহমান ময়না, জেলা সৈনিক পার্টির সভাপতি আব্দুল মোতালেব, জেলা মহিলা পার্টির সভানেত্রী রাবেয়া খাতুন, জেলা জাপা নেতা হাজী ফরিদ উদ্দিন, গাজী মিজবাহ উদ্দিন। বিভিন্ন উপজেলার জাপা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মুকিত লস্কর, মোঃ আকতার হোসেন মনি, শাহজাহান তালুকদার, আব্দুল মোনায়েম চৌধুরী, এডঃ হুমায়ূন কবির, হাবিবুর রহামান মাস্টার, মোঃ বাহার মেম্বার, ফকির মোঃ কাউছার, মোঃ রজব আলী, মোঃ আইয়ুব আলী, মোঃ আরব আলী প্রমুখ। সভায় বক্তারা বর্তমান জেলা জাতীয় পার্টির ব্যর্থ কমিটি বাতিল করে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করার দাবী জানান। সভায় হবিগঞ্জ জেলা জাপার অঙ্গ সহযোগী সংগঠন ও বিভিন্ন উপজেলা জাপার নেতৃবৃন্দের দাবীর পরিপ্রেক্ষিতে জেলা জাপার সমন্বয়কারী এম এ সোবহান চৌধুরী বলেন আপানাদের দাবীগুলো জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদকে অবহিত করা হবে এবং তিনিই এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবেন।