প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউপির ৪নং ওয়ার্ড এর কাউন্সিল গত শুক্রবার সম্পন্ন হয়েছে। ভানুদেব শাহজালাল হাফিজিয়া মাদ্রাসায় মাসুদুর রহমান এর সভাপতিত্বে এবং আল আমিন রেজার পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় কাউন্সিল সভার কার্যক্রম।
এতে প্রধান অতিতি ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার নবীগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ আব্দুল মান্নান এবং প্রধান নির্বাচন কমিশনার দায়িত্বপালন করেন ১০নং দেবপাড়া ইউপি তালামিজের সভাপতি এস এম নাজমূল আলম বাবু এবং বিষেশ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন ১১নং গজনাইপুর তালামিজের সভাপতি আব্দুন নূর সাহেব, ১০ নং দেবপাড়া ইউপি তালামিজের সহ-সাধারণ সম্পাদক মন্সুর আহমদ, ১০নং দেবপাড়া তালামিজের অর্থ-সম্পাদক শাহিদুর রহমান, ভানুদেব নতুন মসজিদের ইমাম হাফিজ ইব্রাহিম সাহেব। কাউন্সিলে আলমগীর হোসেনকে সভাপতি ও রিপন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিঠি ঘোষনা করা হয়।