তুর্য সুত্রধর শীতল’র ১ম জন্ম বার্ষিকী গতকাল পালিত হয়েছে। তার জন্ম বার্ষিকী’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামছুদ্দিন, মোঃ হাবিবুর রহমান, আবু সালেহ, মোঃ তোফাজ্জল ইসলাম, মোঃ এমরান, মোঃ নূর উদ্দিন, ডাক্তার লিটন, বিধান পাল, গোলাম রাব্বানী প্রমূখ। তুর্য সুত্রধর শীতল’র জন্ম বার্ষির্কীতে প্রার্থনা কামনা করেছেন, তার দাদা, দাদী, দাদু ভাই, বাবা, মামা, কাকা, মামা।