বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি আখলাক হুসেনই খান খেলু গুরুতর অসুস্থাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। শরীরে বিভিন্ন জটিলতা নিয়ে তিনি শুক্রবার থেকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্যাস্ট্রোলজি বিভাগের অধ্যপক ডাঃ আলমগীর শাখাওয়াতের তত্বাবধানে তিনি হাসপাতালের ২২৩নং কেবিনে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রে জটিলতায় তার পশ্রাবে ইনফেকশন ও কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। হাওরাঞ্চলের সুখ-দুঃখ ও জীবন সংগ্রামে কলমের ভাষায় ফুটিয়ে তোলা এ সাংবাদিক সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। তার লেখা প্রতিবেদন ও কলাম বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। অসহায় মানুষের হাসি-কান্নার গল্প তুলে আনতে গিয়ে নিজের জীবনের দিকেও ফিরে তাকানোর সময় পাননি তিনি। অযতেœ-অবহেলায় তার শরীরে বাসা বাঁধে নানা রোগব্যাধি। কলমযুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে অনেকটাই অসফল সাংবাদিক খেলু অস্বচ্ছলতার কারণে উন্নত চিকিৎসাও করাতে পারছেন না। চারণ সাংবাদিক আখলাক হুসেইন খান খেলুর পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিত্ত্ববান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তা ও দোয়া প্রার্থনা করা হয়েছে। তার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ও বিকাশের মাধ্যমে ০১৭২১-৪৮২৬৬৭ এই নাম্বারে সাহায্য পাঠানো যাবে। এদিকে তার সুস্থতা কামনায় গতকাল দোয়া মাহফিল করেছে বানিয়াচং প্রেসক্লাব। সিনিয়র সহ-সভাপতি হেমায়েত আলী খানের সভাপতিত্বে ও সেক্রেটারী তোফায়েল রেজা সোহেলের সঞ্চালনায় দোয়া মাহফিল হয়। এ সময় উপস্থিত ছিলেন, সর্দার আজিমূল হক স্বপন, শেখ জোবায়ের জসিম, মখলিছ মিয়া, দেওয়ান শোয়েব রাজা, রায়হান উদ্দিন সুমন, দিলোয়ার হুসেন প্রমূখ। দোয়া পরিচালনা করেন ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মাওঃ মোঃ আশিকুল ইসলাম।