এম এ আই সজিব ॥ শহরে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ নিশান হরিধন নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ পুলিশ। গতকাল সকাল ১১ টার দিকে শহরের বাইপাস এলাকায় এক অভিযান চালিয়ে রিক্সাযোগ মদ পরিবহনকালে তাকে আটক করা হয়। সে শ্মাশানঘাট এলাকার লামলাল হরিধনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদেও ভিত্তিতে সদর থানার এস আই কৃষ্ণ মোহন দেব এর নেতৃত্বে একদল পুলিশ সকাল ১১ টার দিকে শহরের বাইপাস আটক এলাকায় নিশান হরিধনের খুজে অভিযান চালায়। এক পর্যায়ে ওই সময় কালীগাছ তলা এলাকা দিয়ে রিক্সাযোগে মদ পরিবহনকালে তাকে ২০ লিটার মদসহ আটক করা হয়। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকা সন্দেহে রিক্সা চালক বাবুল মিয়াকে আটক করা হয়। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাকে ছেড়ে দেয়।