প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের জালালপুর আল ইখওয়ান ইখসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গত শুক্রবার প্রায় অর্ধশত দুঃস্থ ছেলেদের ফ্রি খতনা ও তৎপরবর্তী ওষুধ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সংস্থার সভাপতি মাওঃ বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক মাওঃ কামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন খান, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারিদ উলাহ, অর্থ সম্পাদক মাওঃ জাকির হোসাইন, সহ অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক মাওঃ বিলাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সিরাজুল হক সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৫ সালে আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকায় বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে উক্ত ফ্রি খতনা ও ওষুধ বিতরণ করা হয়।