স্টাফ রিপোটার ॥ বাহুবল মীরপুরে জুয়া খেলার টাকা নিয়ে হবিগঞ্জ শহরের কলাপাতার সামনে ২ যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
জানা যায়, মীরপুরের জানু মিয়ার বাড়িতে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০ পর্যন্ত চলে জুয়া খেলা। আর এই জুয়া খেলায় অংশ নেয় মৌলবিবাজর, শ্রীমঙ্গলসহ হবিগঞ্জের বিভিন্ন থানার উঠতি বয়সের যুবক। এই জুয়া খেলা বসায় মীরপুরের জয়পুর এলাকার আইয়ুব আলী, ফারুক মিয়াসহ ঐ এলাকার কিছু কতিপয় লোক।
গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কলাপাতা সামনে জুয়া খেলার টাকার লেনদেন নিয়ে ঝগড়া হলে এই সব কথা সবার সামনে আসে। এভাবে এই খেলা চললে হবিগঞ্জসহ আশপাশের এলাকার উটতি বয়সের যুকরা ধংসের দিকে এগিয়ে চলছে।