স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষা। এতে জেলায় ২০টি কেন্দ্রে ১৪ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন জানান, জেলা শহর ছাড়াও শায়েস্তাগঞ্জ এবং নাগুড়ায় পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি নেয়া হয়েছে।