আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী বলেছেন নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত নিভূল ভোটার তালিকা। নির্বাচন কমিশন সে লক্ষেই কাজ করছে। কমিশন আপনাদের সেবা দেয়ার জন্যই জনসাধারনের দ্বারপ্রান্তে সার্ভার ষ্টেশন স্থাপন করেছে। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদে কাজ শুরু হয়েছে। পূনার্ঙ্গ, স্বচ্ছ, নিখূত ও র্নিভেজাল ভোটার তালিকা প্রনয়নে জনপ্রতিনিধি, সমাজের সচেতন নাগরিকসহ সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে। যারা ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারেনি তাদের ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করা হবে এবং যারা মারা গেছেন তাদের নাম কর্তন করা হবে। কোন লোক যাতে একাধিক স্থানে ভোটার হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ২ জানুয়ারীতে হালনাগাদ ভোটার তালিকার খসরা প্রকাশ করা হবে সেখানে যদি ভূল থাকে তা সংশোধন করতে জনসাধারণকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে। প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ নির্বাচন অফিস চেনার স¦ার্থে সার্ভার ষ্টেশনের সঙ্গে উপজেলা/জেলা নির্বাচন অফিস লেখা বাংলা সাইনবোর্ড টাঙ্গানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় নির্বাচন দলীয় ভিত্তিতে করা প্রসঙ্গে তিনি বলেন এব্যাপারে এখনও নির্বাচন কমিশন সচিবালয় থেকে গেজেট প্রকাশ করা হয়নি। গেজেট প্রকাশ করা হলে আচরণ বিধি তৈরী করা হবে। তিনি বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ করণ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এফ.এ.এম শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজহারুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর, আতিকুর রহমান, মাহবুবুর রহমান সোহাগ, আলাউদ্দিন, মীর খুরশেদ, খাইরুল হোসাইন মনু, সামসুল ইসলাম মামুন, পারভেজ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমূখ।