স্টাফ রির্পোটার ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল অধিবেশন গতকাল সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্টিত হয়েছে। জেলা জমিয়ত আহ্বায়ক শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় মহাসচিব সাবেক মন্ত্রী মুফতী মোহাম্মদ ওয়াক্কাস। জেলা জমিয়ত সদস্য সচিব মাওঃ জয়নুল আবেদীন, মুফতী সিদ্দীকুর রহমান, হাফেজ তাফহীমুল হক ও এখলাছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়ত সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওঃ গোলাম মহিউদ্দীন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওঃ তাফাজুল হক আজীজ, সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করীম, সিলেট মহানগর সভাপতি আল্লামা মানছুরুল হাসান রায়পুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওঃ শুয়াইব আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওঃ মাসরুর আহমেদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক তোফায়েল গাজালী, বি-বাড়িয়া জেলা জমিয়ত সেক্রেটারী মাওঃ জয়নাল আবেদীন, কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি মাওঃ জাকারিয়া আমিনী। কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক। কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, সহ-সভাপতি মাওঃ আব্দুল খালিক, মাওঃ শামসুল হক সাদী, আলহাজ্ব ফরিদ উল্লাহ, মাওঃ জয়নুল আবেদীন, মাওঃ আব্দুল হাকিম, মাওঃ আব্দুল হক। সাধারণ সম্পাদক মুফতী সিদ্দীকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাওঃ মুবাশ্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশীদ, মাওঃ মাসকুর রহমান, মাওঃ আব্দুল জলীল ইউসুফী, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল হান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক মাওঃ আব্দুর রকীব হক্কানী, প্রচার সম্পাদক ডাঃ এম এ করিম আযহার, সমাজ সেবা সম্পাদক আব্দুল মজিদ কালীশিরী, কৃষি বিষয়ক সম্পাদক মুফতী আহমদ আলী, শ্রমবিষয়ক সম্পাদক মাওঃ হেলাল আহমেদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মুফতী আমীর আহমদ, ছাত্র বিষয়ক হাফেজ তাফহীমুল হক, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওঃ আশিকুর রহমান, অর্থ সম্পাদক মাওঃ আব্দুর রউফ, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওঃ শায়খ মুখলিছুর রহমান, সালারে জমিয়ত মাওঃ শায়খ আইয়ুব বিন সিদ্দীক সহ ৬১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত মহাসচিব মুফতী মুহাম্মদ ওয়াক্কাস বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্টার লক্ষে গন আন্দোলন গড়ে তুলতে হবে।