প্রেস বিজ্ঞপ্তি ॥ শূন্য প্রধান শিক্ষকদের পদে সিনিয়র সহকারি শিক্ষকদের পদোন্নতির দাবীতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সকালে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাসিনা বেগম এবং সাধারণ সম্পাদক এ বি এম আঃ বাছিত সেলিম এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়। গত ৯ মার্চ-২০১৪ প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর পদমর্যাদা সহ উন্নীত বেতন স্কেলের আদেশ বাস্তবায়ন ও দীর্ঘদিন যাবত শূন্য থাকা প্রধান শিক্ষকদের পদে সিনিয়র সহকারি শিক্ষকদের পদোন্নতির দাবীতে হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, মতিউর রহমান, ফখরুল ইসলাম বদরুল, ফখর উদ্দিন চৌধুরী, মনোয়ারা বেগম, দীপ্তেন্দু নারায়ণ রায়, গোলাম রাব্বানি, নূরুন্নাহার শাহীন, জসীম উদ্দিন চৌধুরী, সৈয়দা জারসীন, কামরুন্নাহার, ইসমত আরা বেগম, আছমা আক্তার, কামাল মিয়া, গৌতম দেব, সোলেমান মিয়া, জেবুন্নেছা, হোসনে আরা জেসমিন, দুলালী রায়, মমতাজ বেগম, আবুল কাশেম, হারুনুর রশিদ মহালদার, আবু তাহের, ইমান উদ্দিন, মোঃ ছুবেদ আলী, এনামুল হক, বেলাল আহমেদ, কামাল উদ্দিন, রানা প্রসাদ ঘোষ, আব্দুল হান্নান, সৈয়দ রফিকুল ইসলাম, ইন্দ্রজিত পাল, আবু তাহের, টিপু সুলতান, রুবেল মিয়া, শাহ মোশাহিদ আলী, সুপ্তা রানী দেব, শাহ আলমগীর, নাসিমা বেগম, জাহানারা বেগম, সৈয়দা গুলনাহার প্রমুখ।