স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে বৃহস্পতিবার দুপুরে নদী’র পানিতে ডুবে ২ শ্রেনীর ছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউ/পি সদস্য লাফু মিয়া জানান, গোয়ালনগর গ্রামের শুকুর মিয়ার মেয়ে গোয়ালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ শ্রেনীর ছাত্রী জোনাকি আক্তার (৮) প্রতিদিনের ন্যায় বাড়ীর পাশ দিয়ে ভয়ে যাওয়া নদীতে গোসল করতে নামলে অজানতেই সে নদীর গভীরে চলে যায়। এ সময় অন্যান্য শিশুরা দেখতে পেয়ে বাড়ীতে খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।