স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক সাবিনা আলমের নেতৃতে র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসন সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা সমাজ সেবা অফিসার বারেন্দ্র চন্দ্র রায়। এছাড়া আরো বক্তব্য রাখেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ মোঃ জালাল উদ্দিন। আলোচনা সভায় আরো অংশ গ্রহন করেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার, সামাজিক সাংস্কৃতিক নেতীবৃন্দ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সমাজসেবা অফিসার আবু নাঈম মৃদা। আলোচনা সভা শেষে জেলা সমাজসেবার উদ্যোগে ১৫জন দৃষ্টি প্রতিবন্ধিকে সাদাছড়ি ও ২টি প্রতিবন্ধি সংগঠনকে ২০হাজার টাকার চেক প্রদান করা হয়।