নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরিপুর সার্বজনীন পূজা কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পূর্ব তিমিরপুর ইসকন মন্দিরে নান্টু পুরকায়াস্থের সভাপতিত্বে সভায় ৫১ সদস্য বিশিষ্টি কার্য্যকরী কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-সভাপতি নান্টু পুরকায়স্থ, সহ-সভাপতি রুপেন রায়, বিপুল দাশ, সাধারণ সম্পাদক নিশিকান্ত সুত্রধর, সহ-সাধারণ সম্পাদক অরুন রায়, সুকেশ বৈদ্য, সাংগঠনিক সম্পাদক পরিমল চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সুমন ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ বিষ্ণু আচার্য্য, সহ-কোষাধ্য নির্মল সুত্রধর, দপ্তর সম্পাদক রিপন আচার্য্য, সহ-দপ্তর নেপাল শীল, প্রচার সম্পাদক বেনু মালাকার, সহ-প্রচার সম্পাদক রিংকু সুত্রধর, সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক পংকজ সেন, গণসংযোগ সম্পাদক অলক আচার্য্য, আইন বিষয়ক সম্পাদক সুকেশ সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক বাপ্পি মালাকার,সমাজ কল্যান সম্পাদক সুবল মালাকার, আপ্যায়ন সম্পাদক টকন মালাকার, সহ-আপ্যায়ন সম্পাদক বাবুল সরকার, আলোক ও সাজসজ্জা সম্পাদক শাওন দাশ, মহিলা সম্পাদিকা মনি ভট্টাচার্য্য। নির্বাহী সদস্যরা হলেন, সত্য শীল, বাদল মালাকার, দ্বীপন মালাকার, রাখাল সরকার, সুজিত দাশ, অপু আচার্য্য, বিন্দু মালাকার, সুবিনয় মালাকার, চন্দন দাশ, সুভাষ মালাকার, রাজন সরকার, উমেশ সরকার, নিতেশ মালাকার, সন্তোষ মালাকার, সুশীল দাশ, কালা দাশ, বিষু সুত্রধর, অপু সুত্রধর, পরিতোষ শীল, শ্রীদাম রায়, সুভ্র সরকার, শুভ দেব, অটু রায়, কনক মালাকার, পাবন দাশ, পবন সরকার, সত্য সরকার। কমিটির উপদেষ্টারা হলেন, নিবারন সুত্রধর, এড.অলক রায়, বাদল রায়, ননী সুত্রধর, নান্টু শীল, নীলমনি সুত্রধর, নীলকণ্ট সুত্রধর, স্বপন আচার্য্য, অজয় সোম চৌধুরী, গৌতম পুরকায়াস্থ, শৈলেন দাশ, অনুকুল রায়, বলাই মালাকার, প্রদীপ সেন, রনু সরকার।