স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার ও বাংলদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা জয়দেব কুমার ভদ্রকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এম সাইফুল রহমান টাউন হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ছুরত আলী সভাপতিত্বে ও আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, মহা-সচিব আলহাজ্ব মুনছুর আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, সিলেট বিভাগের আহ্বায়ক হেলাল উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, উত্তম কুমার দাস, আব্দুল মতিন, মোজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান বাহার, শামছুদ্দিন, ছানাউল হক, আলহাজ্ব আব্দুল কদ্দুছ, শাহনাজ পারভীন, জহুরা খাতুন, আলা উদ্দিন, সৈয়দ সাদেকুল হোসেন, জিতেন্দ্র চন্দ্র দাস, কল্যাণ ট্রাষ্ট বোর্ডের সদস্য অজন্তা দাস গুপ্তা, শামীমা আক্তার প্রমুখ। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কল্যাণ সমিতির সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মানপত্র পাঠ করেন জায়েদা আক্তার, কোরআন থেকে তেলাওলায়াত করেন নূরুনবী। অনুষ্ঠানে শিক্ষক আলাউদ্দিন, সৈয়দ সাদেকুল হোসেন, অচিন্ত ভট্রাচার্য্য, হাবিবুর রহমানকে বিদায়ী মানপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে পুলিশ সুপার বলেন, কোন শিক্ষকদের যাতে মিথ্যা মামলায় হয়রাণী না হন সে দিকে সহযোগিতা করবো। সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপারকে ক্রেস্ট প্রদান করছেন জেলা শিক্ষক কল্যাণ সমিতি নেতা।