এক্সপ্রেস ডেস্ক ॥ এরশাদের বিশেষ উপদেষ্টা ও জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান ববি হাজ্জাজকে ২০ ঘণ্টা আটকে রেখে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার তাঁর পরিচালনাধীন রিসার্চ উইংটিও বন্ধ ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার ববি নিজেই এই অভিযোগ করে জাতীয় একটি গণমাধ্যমকে বলেছেন, চাপের মুখে তিনি গত সোমবার দেশ ছাড়তে বাধ্য হন। তবে র্যাব দাবি করেছে, এ বিষয়ে তাদের কিছু জানা নেই। দেশের বিশিষ্ট ধনকুবের মুসা বিন শমসেরের ছেলে নর্থ সাউথ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ববি বছর দেড়েক ধরে এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সম্প্রতি এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর কয়েকটি সংবাদ সম্মেলন ও এরশাদের পক্ষে বিবৃতি দিয়ে গণমাধ্যমের নজরে আসেন তিনি। এরশাদ সিএমএইচে যাওয়ার পরের দিন দলের রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্যাডে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অসুস্থ না হলেও ‘চিকিৎসার নামে এরশাদকে সিএমএইচে আটকে রাখা হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এরশাদ অনড় রয়েছেন বলেও সেদিন দাবি করেন ববি হাজ্জাজ। জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের উপদেষ্টা হলেও জাতীয় পার্টির কোনো দায়িত্বে না থাকায় এরশাদ ছাড়া দলের কেউ তাঁর সঙ্গে যোগযোগ রাখেননি। তাঁর সম্পর্কে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ কোনো কেন্দ্রীয় নেতাও কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না। জাতীয় পার্টির একটি সূত্রের দাবি, সোমবার রাত ৮টার পর ববি হাজ্জাজকে পরিবারের তিন সদস্যসহ জোর করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমরা কিছুই জানি না।