রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

নবীগঞ্জে শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৩৯২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ আসছে সনাতন ধর্মের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর মাত্র হাতে গুনা ক’দিন বাকি। এ পূজাকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার মন্দির ও ব্যক্তি মালিকাদীন পুজা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজে নিয়োজিত কারিগররা দিনরাত কাজ করে খুব ব্যস্ত সময় পার করছেন। ১৯ অক্টোবর থেকে ষষ্ঠি বিহীত পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী এ উৎসবের শুভ সুচনা হবে। বিগত বছর শারদীয় উৎসব ৫ দিনব্যাপী হলেও এ বছর তা বর্ষ পঞ্জিকার তিথি পরিবর্তনের কারণে একদিনে নবমী ও দশমী তিথি হওয়ায় ৪ দিন হবে পুজা উৎসব। তিথি পরিবর্তনের কারণে একই দিন নবমী ও দশমী পূজা অনুষ্ঠিত হবে। সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবকে ঘিরে ইতিমধ্যেই নবীগঞ্জ উপজেলা প্রশাসন আইন শৃংখলার বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। নবীগঞ্জ উপজেলায় এ বছর ২ টি ব্যক্তিগত ও  ৮১টি মন্ডপে সার্বজনীনভাবে পূজা সাড়ম্বরে অনুষ্টিত হওয়ার শেষ প্রস্তুতি চলছে। প্রতিমা শিল্পীরা দিনরাত ব্যস্ত প্রতিমা নির্মাণে। নবীগঞ্জ উপজেলায় প্রশাসনের উদ্যোগে সম্প্রতি সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎস সুন্দর ও সুষ্টভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান করার লক্ষ্যে উপজেলা ও পুলিশ প্রশাসন সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সভায় জানানো হয়।
নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল বলেন, নবীগঞ্জ উপজেলায় অন্যন্যা বছরের মত এ বছরও সাড়ম্বরে ৮৩ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্টিত হবে। পুজানুষ্টান সুন্দর সুষ্টভাবে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, উপজেলার প্রতিটি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে  পুলিশ ও আনসার সদস্যদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া সার্বনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের বিশেষ মোবাইল টিমও কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com