মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার গরু মোটাতাজা করন ট্যাবলেট, ৪১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ, ৫কেজি গাজাঁ উদ্ধার করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।