চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ভাসুরের পিটুনিতে সুজিয়া আক্তার (৩০) নামে এক বিধবা গৃহবধু গুরুতর আহত হয়েছে। সে ওই উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের মৃত কদ্দুছ মিয়ার স্ত্রী। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বিধবা গৃহবধু সুজিয়া আক্তারের সাথে ভাসুর কাজী আঃ কাইয়ুম এর পারিবারিক বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে সিম, লাউ ফসল ফলানোকে কেন্দ্র করে সুজিয়ার সাথে কথাকাটাকাটি হয়। এ সময় তার ভাসুর কাজী আঃ কাইয়ুম ও তার ছেলে জাবেদ মিয়া সহ মিলে বিধবা গৃহবধুকে বেদড়ক মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত সুজিয়া খাতুনের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুজিয়া আক্তার জানায়, উপজেলার মিরাশী ইউনিয়নের একই এলাকার গোয়াছপুর গ্রামের তার বড় ভাসুর ও তার ছেলে জাবেদ মিয়া সহ পারিবারিক বিরোধের জের ধরে পিটিয়ে গুরুচুনারুঘাটে ভাসুরের পিটুনে বিধবা গৃহবধু গুরুতর আহত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ভাসুরের পিটুনিতে সুজিয়া আক্তার (৩০) নামে এক বিধবা গৃহবধু গুরুতর আহত হয়েছে। সে ওই উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের মৃত কদ্দুছ মিয়ার স্ত্রী। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বিধবা গৃহবধু সুজিয়া আক্তারের সাথে ভাসুর কাজী আঃ কাইয়ুম এর পারিবারিক বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে সিম, লাউ ফসল ফলানোকে কেন্দ্র করে সুজিয়ার সাথে কথাকাটাকাটি হয়। এ সময় তার ভাসুর কাজী আঃ কাইয়ুম ও তার ছেলে জাবেদ মিয়া সহ মিলে বিধবা গৃহবধুকে বেদড়ক মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত সুজিয়া খাতুনের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুজিয়া আক্তার জানায়, উপজেলার মিরাশী ইউনিয়নের একই এলাকার গোয়াছপুর গ্রামের তার বড় ভাসুর ও তার ছেলে জাবেদ মিয়া সহ পারিবারিক বিরোধের জের ধরে পিটিয়ে গুরু