প্রেস বিজ্ঞপ্তি ॥ স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় সমস্কেল, অবসরকালীন ভাতা, পুলিশ আনছার বাহিনীর সদস্যদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করার দাবীতে গত সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা গ্রাম পুলিশের সভাপতি শেখ মোঃ ইউনুছ মিয়া ও জেলা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা গ্রাম পুলিশের উপদেষ্টা ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, ইউপি সচিব কমিটির সভাপতি নুরুল হদা চৌধুরী, ইউসুব আলী জিতু, ললিত মোহন ভদ্র, বাবুল মিয়া, আব্দুল খালেক, আহমদ আলীসহ প্রত্যেক থানা কমিটির সভপতি ও সাধারণ সম্পাদকগণ এতে বক্তব্য রাখেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলমের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।