প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান জাতীয় সংসদের স্পীকার ডাঃ শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে মহান জাতীয় সংসদের চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল, চীন সরকারের আমন্ত্রনে আজ দুপুর ২টায় চীনের বেইজিং শহরের উদ্দেশ্যে যাত্রা করবেন। শেখ হাসিনা সরকারের এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে চীন সফরে যাচ্ছেন, হবিগঞ্জ-সিলেট আসনের দায়িত্ব প্রাপ্ত আওয়ামীলীগ এর মহিলা সংসদ সদস্য ও কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
অংরধহ ঢ়ড়ষরঃরপধষ ঢ়ধৎঃরবং ংঢ়বপরধষ পড়হভবৎবহপব ড়হ ঃযব ংরষশ ৎড়ধফ ঃবহঃধঃরাব ঢ়ৎড়মৎধস শেষে আগামী ১৯ অক্টোবর এই প্রতিনিধি দল মাননীয় স্পীকারের নেতৃত্বে দেশে ফিরবেন।
উল্লেখ্য, গত ফ্রেরুয়ারী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি কেয়া চৌধুরী ফিলিপাইনের গধহরষধ শহরে অনুষ্ঠিত অংরধ ঢ়ধপরভরপ ংবসরহধৎ ২০১৫-তে অংশ গ্রহন করেছিলেন। যেখানে জাতিসংঘের ৩২টি দেশের জন প্রতিনিধিরা অংশ গ্রহন করেছিলেন। এমপি কেয়া চৌধুরী সম্মেলনে ‘বাংলাদেশের তৃর্ণমূলের নারীর ক্ষমতায়ন’ এর উপরে বক্তব্য রাখেন।