স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায়কে পুরস্কৃত করা হয়েছে। গতকাল সকালে সিলেট ডিআইজি অফিসে পুরস্কার তুলে দেন ডিআইজি মিজানুর রহমান পিপিএম। এসময় এডিশনার ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি হবিগঞ্জ জেলা সেপ্টেম্বর/১৫ইং মাসে মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার ও চোরাই গাড়ি উদ্ধারে সাফল্য অর্জন করায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।