স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ডিএসবি ওয়াচার কনস্টেবল আব্দুল বাছির সিলেট বিভাগের শ্রেষ্ট ওয়াচারের পুরস্কার ও সম্মাননা পদক পেয়েছেন। গতকাল সিলেট ডিআইজি অফিসে পুরস্কার তুলে দেন সিলেটের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম। এ সময় উপস্তিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখায় এ পদকে ভূষিত হন তিনি।