নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আউশকান্দি রাস্তার এনাতাবাদ জয়তারা নামক স্থান থেকে কয়েক হাজার টাকা মুল্যের সরকারী ৩টি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত শনিবার এক প্রভাবশালী যুবক নবীগঞ্জ-আউশকান্দি সড়কের জয়তারা নামক স্থান থেকে ৩টি বড় বড় গাছ কেটে নিয়ে গেছে। যার মুল্য কয়েক হাজার টাকা। গাছ ৩টি ট্রাক্টর যোগে নিয়ে যায়। এ ব্যাপারে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন সচেতন মহল।