স্টাফ রিপোর্টার ॥ দক্ষিন বানিয়াচং বহুমূখী সমাজকল্যান সমিতির সভাপতি শেখ সেলিমের মাতা মোছাঃ লাল বানু বার্ধক্যজনিত কারনে গত শুক্রবার বানিয়াচং উপজেলা সুজাতপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০)। তিনি ৭ ছেলে ও ২ মেয়ে ও নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান। গত শনিবার বাদ আসর নিজ গ্রামে তার জানাযার নামায শেষে দাপন করা হয়। নামাযের জানাযায় সমিতির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া। শোকবার্তায় শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেন।