প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে অরুন কুমার দাসকে বহিস্কার করা হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর ২০১৫ইং তারিখে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে নাতিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে সভাপতি বদরুন নাহার ও সাধারন সম্পাদক মেহের নিগার চৌধুরীর যৌথ স্বাক্ষরে সমিতির আচরন বিধি ও শৃংখলা ভঙ্গের অপরাধে বানিয়াচং উপজেলার হলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার দাসকে উক্ত সমিতির সকল দায় দায়িত্বসহ এমনকি সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়। সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন বদরুন্নাহার, মেহের নিগার চৌধুরী, রথীন্দ্র চন্দ্র দাস, এম এ সাঈদ ভূইয়া, রফিকুল ইসলাম মোল্লা, মোতাহির চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী, সাজিদা বেগম, শেখ কামরুল হাসান, শফিকুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল ওয়াদুদ, খালেকুর রশিদ, আমাতুল শারমিন, আঃ রহমানসহ জেলা নেতৃবৃন্দ।