শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের রামদা’র কুপে গৃহকর্তাসহ ৩ জন আহত হয়েছে। এ সময় এক ডাকাতকে আটস্করা হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কুতুবের চক গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মোতালেবের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে সৌদি প্রবাসী আব্দুল মোতালেব এর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি মোটর সাইকেলের চাবি, স্বর্ণালংকার, টাকা পয়সা দেয়া জন্য চাপ প্রয়োগ করে। এসময় পাশের ঘরে থাকা গৃহকর্তা আওয়াল ও তার পুত্র তারেক শব্দ শুনতে পেয়ে জেগে উঠে আমির হোসেন (৩৫) নামে এক ডাকাতকে ঝাপটে ধরে। বেগতিক অবস্থায় অন্যান্য ডাকাতরা তাদেরকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। এদিকে পরিবারের অন্যান্যদের সুর চিৎকারের আশপাশের লোকজন এসে ডাকাতকে আটক করে ফেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক ডাকাত আমির হোসেন বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের ছাবু মিয়ার পুত্র। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
আহতদের মধ্যে গৃহকর্তা আব্দুল আওয়াল (৫২) তার এক পুত্র তারেককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর ছেলে পারভেজকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।