মখলিছ মিয়া, বনিয়াচং ॥ বানিয়াচঙ্গে দুইদল যুবকের আধিপত্যের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে বানিয়াচং বড়বাজার রণক্ষেত্রে পরিণত হয়। বাজার সংলগ্ন পুরান তোপখানা ও বোয়ালিয়া হাটির দুইদল যুবকের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে রণক্ষেত্রের রূপ নেয়। গতকাল রাতে সংঘটিত এ সংঘর্ষে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ অন্তত ৩০ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় শিপন (৩০) কে সিলেট ওসমানী মেডিকেলে ও আবুল কাশেম (৩২) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলাকালীন দুই পক্ষের আহতদের মধ্যে যাদের নাম পাওয়া যায় তারা হলো বিলাশ (২২), তুহিন (২১), মোবাশ্বির (২৬), রুবেল (১৯), বাবুল (২৫), রুবেল (১৮), মামুন (২৭) ও এনামুল (২৪)। এ ছাড়াও সংঘর্ষ থামাতে গিয়ে ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি’র চেয়ারম্যান মিজানুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক মুর্শেদুজ্জামান লুকু, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রভাষক খায়রুল বাশার সোহেল, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, আনোয়ার হোসেন, মোজাম্মিল খান, ইয়াসিন আরফাত মিল্টনসহ নন্দীপাড়া ছান্দের অনেক মুরুব্বী আহত হন। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের ইটপাটকেলের আঘাতে অনেক দোকানপাট ভাংচুর হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে স্থানীয় মুরুব্বীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রে জানা যায়, কয়েক দিন পূর্বে বোয়ালিয়া হাটির যুবক পলাশ ও পুরান তোপখানার লিটনের মধ্যে তুচ্ছ কারণে মারামারি হয়। গতকাল সন্ধ্যায় পুরান তোপখানার মামুনের নেতৃত্বে শহীদ মিনারে মিমাংসার চেষ্টাকালে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। পরে উভয় এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরণের সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে ব্যবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে দেন। সংঘর্ষের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল হারুন, ওসি নির্মলেন্দু চক্রবর্তী, সাবেক উপজেলা চেযারম্যান ইকবাল হোসেন খান, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি’র চেয়ারম্যান মিজানুর রহমান খান, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীনসহ উপজেলা সদরের গন্যমান্য নেতৃবৃন্দ স্থানীয় জীপ মালিক সমিতির অফিস কক্ষে বসে সংঘর্ষের ঘটনাটি মিমাংসার উভয় পক্ষের মুরুব্বীদের আপোস মানান। আপোস বৈঠকের পূর্ব পর্যন্ত আর কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য উভয় পক্ষকে সতর্ক করে দেয়া হয়।