প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকাল ৩ টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা সভাপতি মোঃ আব্দুল মন্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়ার উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-নবীগঞ্জ উপজেলা সহ সভাপতি মোঃ সাইদুর রহমান, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি ও উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদ আলম, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুন নূর, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, মির্জা মুহিবুল আলম তামিম, মোঃ সুমন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল মুহিত রাসেল বলেন, বর্তমান সময়ে ইসলাম নামধারী এক শ্রেণীর লোক মাযহাব বিরোধী কাজে লিপ্ত হয়ে সময়ের মুসলমান তরুন ছাত্রসমাজকে ভ্রান্ত আকিদা পোষনে বেড়াজাল সৃষ্টি করে যাচ্ছে। তাদের অশুভ কাজ যাতে সফল না হয় সে জন্য ইসলামের প্রকৃত আকিদা আদর্শ বাস্তবায়নের সংগঠন তালামীযে ইসলামিয়ার কর্মী সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে।