স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জাতি, ধর্ম, রাজনৈতিক মতপার্থক্য ভুলে সমগ্র জাতি যেন একাকার হয়ে আনন্দের বন্যায় ভাসছিল এবারের বিজয় দিবসে। ১৬ ডিসেম্বর সারা দেশের ন্যায় হবিগঞ্জেও সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য রয়েছে রাত ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলের তোড়া দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। রাত ১২টা বাজার সাথে সাথে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল বের করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্লোগানে শ্লোগানে রাতের নিরবতা ভেঙ্গে রঙ বেরঙ্গের ফুলের তোড়া নিয়ে উপস্থিত হয় স্মৃতি সৌধে। মূহুর্তে পাল্টে যায় স্মৃতিসৌধের চেহারা। রাষ্ট্রীয় কর্মসূচি হিসাবে সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হাফিজ উদ্দিন ও মহফিল উদ্দিন, মুক্তিযুদ্ধের সহ অধিনায়ক মেজর জেনারেল এম এ রব, সংগ্রাম পরিষদের আহবায়ক মোস্তফা আলী এমপি, কমান্ডেন্ট মানিক চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নেয় শহরের বিভিন্ন স্কুল মাদ্রাসা, এতিমখানা, কিন্ডারগার্টেন, পুলিশ বাহিনী, রোভার স্কাউট, বয়স্কাউট, মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সংগঠন। সকাল ১০টায় নিমতলায় জেলা প্রশাসন কর্তৃক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।
হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন
মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব রহিছ মিয়া। বক্তব্য রাখেন-পিন্টু দাশ, আব্দুল হান্নান, অমিয় রায়, হাবিবুর রহমান খান, আব্দুল আহাদ, হিরাজ মিয়া, সফিকুল ইসলাম মোল্লা, আব্দুল কদ্দুছ, এমদাদুর রহমান বাবুল, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, ফজলুর রহমান লেবু, জগদীশ মোদক প্রমূখ।
নবীগঞ্জের দিনারপুর কলেজ
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্টানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনারপুর কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দীন কোরেশ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, বিশিষ্ট মুরুব্বি দিলাওয়ার আলী সহ কলেজের প্রভাষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরবর্তীতে কলেজ মাঠ প্রাঙ্গনে গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুুল খায়ের গোলাপ এর সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক মোশাররফ মিঠুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড.জাবেদ আলী, উপজেলা জাপা সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, জাপা নেতা ইলিয়াছ মিয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, গজনাইপুর ইউপি বি,এন,পির সভাপতি শফিউল আলম, জুলফিকার আহমেদ, শাহ গোলম ইজদানী শামীম, আমিনুল ইসলাম এলাইচ, এম.এ.মুহিত, কলেজের ভুমি দাতা আঃ রূপ চৌধুরী সুরুজ (লন্ডনী)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সব শেষে ঢাকা থেকে আগত বিভিন্ন শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছ এর সভাপতিত্বে এবং হেড মাওলানা মোঃ আনোয়ার আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, মোঃ জহিরুল ইসলাম, মাহবুব কামাল খান, আলহাজ্ব সুফিয়া আক্তার, মাওলানা মাহবুবুর রহমান, মোঃ বদরুজ্জামান তালুকদার, সুধির চন্দ্র দে, সাবিনা ইয়াসমিন, সাবিনা চৌধুরী, শিউলি রানী দাস, তাহমিনা আক্তার, রওশন আরা বেগম, সেলিনা আক্তার, শংকরী বনিক, মোঃ হারুনুর রশিদ, মোঃ আশিক আলী, সুবর্না নার্গিস, নার্গিস পারভিন, খুদেজা আক্তার, ফেরদৌস আরা বেগম, গৌরী রানী দাস,কানিজ ফাতেমা প্রমুখ ।
সভাশেষে শিক্ষকগন দেশ ও জাতির শোক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ শহর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শহর শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান মেহমান ছিলেন জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শহর শাখার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, অফিস সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, মোঃ আব্দুল হাকিম মুন্সি, মাওলানা তাফাজ্জুল ইসলাম, মোঃ রমজান মিয়া, মোঃ জুনাইদ মিয়া, মোঃ খালেদ মিয়া প্রমুখ।