স্টাফ রিপোর্টার ॥ মুরাদপুর মাদ্রাসার বেঙ্গাউরা জলমহালটি দখলের পায়তারা ও জলমহালটির ইজারাদারের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবির মামলায় জালাল উদ্দিন (৫২) এর জামিন না মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার আদালতে জামিন চাইলে আদালত জানিম না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে জালাল উদ্দিনকে কারাগারে প্রেরন করা হলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন মামলার বাদী। এ নিয়ে ওই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, সম্প্রতি মুরাদপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত কাছা মিয়ার পুত্র জালাল উদ্দিন ও মর্দনপুর গ্রামের মৃত বাদশা মিয়া তালুকদারের পুত্র কবির মিয়া তালুকদারের নেতৃত্বে একদল লোক মুরাদপুর মাদ্রাসার অধীনস্থ বেঙ্গাউরা জলমহালটি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ উঠে। মুরাদপুর ইউনিয়নের শাহজালালপুরের মৃত আলিফ উল্লার পুত্র মোঃ সাহিদ মিয়া ২০১৫ সনের জন্য উল্লেখিত জলমহালটি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নেন। ইজারা নেয়ার পর তিনি জলমহালে বাঁশের পাটি, জাল ও কাটা ফেলে মাছ সংরক্ষণ করেন। গত শুক্রবার দুপুরে জালাল উদ্দিনের নেতৃত্বে ৪০/৫০ জনের একদল জলমহালে প্রবেশ করে ইজারাদার মোঃ সাহিদ মিয়ার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা সাহিদ মিয়াকে জলমহাল থেকে মাছ ধরতে নিষেধ করে এবং একদিনের মধ্যে ৭ লাখ টাকা চাদা না দিলে তাকে হত্যার হুমকি দেয় তারা। ঘটনার পরে ইজারাদার সাহিদ মিয়া বানিয়াচং থানায় জালাল উদ্দিনকে প্রধান করে ১০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর বানিয়াচং থানা পুলিশ জালাল উদ্দিনকে গ্রেফতার করে।