রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালির বাজার এলাকা থেকে রবিবার ভোরে ভারতীয় যন্ত্রাংশসহ সেলিম মিয়া (২৫) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ হোসেন জানান, রবিবার ভোরে উপজেলার ধর্মঘর সিমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার কালির বাজার এলাকায় অভিযান চালিয়ে নাম্বার বিহীন একটি অটোরিক্সা আটক করে তল্লাশী চালিয়ে প্রায় অর্ধ লক্ষ টাকার ভারতীয় যন্ত্রাংশ জব্দ করে। এসময় চক রাজেন্দ্রপুর গ্রামের মিরাজ আলীর ছেলে চোরাকারবারী সেলিম মিয়া(২৫)কে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।