আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতস বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ল্যাঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার বেলা ১১টায় মনতলা কোম্পানি সদরের নায়েক সাইদুর রহমান এর নেতৃত্বে একদল বিজিবি কমলপুর সীমান্তে পেট্টোল ডিউটি শেষে ফিরে আসার সময় ১৯৮৬/১এস ফিলারের নিকটে সীমান্তের ২’শ গজ ভিতরে কয়েকজন পাচারকারী বহন করে নিয়ে যেতে থাকলে নায়েক সাইদুর তাদের চ্যালেঞ্জ করেন। এসময় পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ৯টি আইটেমের ৫৪ হাজার ৭৫০ পিস আমদানি নিষিদ্ধ আতস বাজি জব্ধ করা হয়। ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ল্যাঃ কর্ণেল সাজ্জাদ হোসেন আরো জানান, উদ্ধারকৃত আতস বাজির মূল্য প্রায় ৫১ লাখ ৬৭ হাজার ৫’শ টাকা।