স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আমিরচান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক আবুল কাশেমের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় আমিরচান কমপ্লেক্সের সামনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাদৈ আইডিয়াল স্কুলের সভাপতি রোটারিয়ান এমএ রাজ্জাক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, শিক্ষানবীশ আইনজীবী সোহরাব খান প্রমুখ।
উল্লেখ্য, আমিরচান কমপ্লেক্সের স্বত্ত্বাধীকারী আবুল কাশেম এর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।