স্টাফ রিপোর্টার ॥ মিরপুর-শ্রীমঙ্গল সড়কে কামাইছড়া নামকস্থানে পিকআপ ট্রাক উল্টে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকালে এ ঘটনাটি ঘটে। আহত সুত্রে জানা যায়, একটি পিকআপ ট্রাক নিয়ে খেলা দেখার জন্য দর্শক যাচ্ছিল। উল্লেখিতস্থানে পৌছলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে যাত্রী বাতির মিয়া ও আজাদ মিয়াসহ উল্লেখিত যাত্রীরা আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক গাড়িটি ফেলে পালিয়ে গেছে।