স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় জুনেদ (৫) নামে এক স্কুল ছাত্র মৃত্যু পথযাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সে যশেরআব্দা গ্রামের ফজর আলীর পুত্র। ওই সময় জুনেদ প্রাইমারী স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে সড়ক পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করেছে।