বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিলের দোকানের চুরি সংঘটিত হয়েছে। চোরেরা সদস্য দোকানটি থেকে নগদ টাকা ও ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে।
সূত্র জানায়, ব্যবসায়ী আব্দুল জলিল প্রতিদিনের মতো দোকানটি তালা দিয়ে নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে এসে দেখতে পান তার দোকানের তালা ভাঙ্গা। ভেতরে ক্যাশ বাক্সে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্টার পিল্টার সিগারেট সহ বিভিন্ন পণ্য চুরি হয়েছে এবং অবশিষ্ট মালামালগুলো চোরেরা তছনছ করেছে। গতকাল শনিবার সকালে বাজার ব্যবসায়ী সমিতির নেতা এমএ জলিল তালুকদার, ইলিয়াছ আখঞ্জী, শাহ আব্দাল মিয়া ও মাওলানা আব্দুল বারী আনসারী দোকানটি পরিদর্শন করে।