স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে ৪২তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। গত সোমবার সুর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। সকাল সাড়ে আটটায় জে,কে হাইস্কুল মাঠে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজ, ক্রীড়া প্রতিযেগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফুর রহমানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের পরিচালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন আওয়ামীলীগের মনোনিত এমপি প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীরপ্রতিক নুরউদ্দিন, উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধের সংগঠক আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবীন্দ্র নাথ দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়াম্যান আব্দুল হাই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান বিএনপি নেতা আবুল হোসেন আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠরিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদীপ দাশ রাজু, মুক্তিযোদ্ধা হায়দর আলী মাহারাজ প্রমূখ।