চুনারুঘাট প্রতিনিধি ॥ চুৃনারুঘাটে ভাই-ভাতিজার হামলায় শরীফ উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামে। জানা যায়, ওই গ্রামের মৃত সাহাব উদ্দিনের পুত্র শরীফ উদ্দিন এর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল শুক্রবার বিকেলে শরীফ উদ্দিনের সাথে বড় ভাই আব্দাল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলায় শরীফ উদ্দিন গুরুতর আহত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।