প্রেস বিজ্ঞপ্তি ॥ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আজমিরীগঞ্জ রামকৃষ্ণ মিশনে নির্মিত প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কতিপয় দু®কৃতিকারী রামকৃষ্ণ মিশনে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে। এতে এলাকাবাসীসহ জেলা সনাতন ধর্মাবলম্বী জনসাধাণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নেতৃবৃন্দ দু®কৃতিকারীদের অনতিবিলম্বে আইনী আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বিবৃতিদাতাগণ হলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ পূণ্যব্রত চৌধুরী বিভূ, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব ও হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী।