স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কের বৈদ্যার বাজার নামকস্থানে টমটম উল্টে এনজিওকর্মীসহ ২ জন আহত হয়েছে। এসময় টমটম চালককে আটক করা হয়। গতকাল শুক্রবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, পাশা এনজিও কর্মী মহি উদ্দিন (৩৫), মাহমুদুল হাসান (৩০) টমটমযোগে মিরপুর যাবার পথে উল্লেখিত স্থানে পৌছুলে চালক রিপন মিয়া নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে টমটম উল্টে তারা আহত হন। এ সময় স্থানীয় লোকজন চালক রিপনকে আটক করে।