নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে গতকাল শুক্রবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় মন্দিরে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি সাংবাদিক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, মৃম্ময় কান্তি দাশ বিজন, সাধারণ সম্পাদক রশময় শীল, অর্থ সম্পাদক মিহির লাল সরকার, সাংস্কৃতিক সম্পাদক নরেশ চন্দ্র দাশ, শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক সজল কুমার দাশ, দিপন দাশ, নয়ন লাল দাশ, জয়হরি দেব, নয়নমনি সরকার, বৌদ্ধ গোপ, বিধান চন্দ্র দেব, শ্রীপদ দাশ প্রমূখ।