নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর মহিলা গীতা সংঘের উদ্যোগে এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে গীতাপাঠ ও আলাচনা সভা অনুষ্টিত হয়। এতে গীতা পাঠ করেন লীলা রানী পাল। আলোচনা সঙ্গীত পরিবেশন করেন গীতা সংঘের সাধারন সম্পাদক মিরা পাল, অর্পনা পাল, সুমি পাল, জয়মতি সরকার, কল্পনা সরকার, প্রতিভা চন্দ, উষা রানী পাল, কামনা পাল, অনিন্দিতা পাল শর্মী, অমৃতা পাল উর্মি প্রমূখ।