এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গভীর রাতে ২ মোবাইল চোরকে আটক করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতালের ভিতর থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের কাঠাখালি গ্রামের আফিল উদ্দিনের ছেলে ফুল মিয়া (২১) একই গ্রামের আলফু মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২১)। জানা যায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আগত রোগী ও স্বজনরা ঘুমিয়ে পড়লে চোর সোহান মিয়া ও সুমন মিয়া সুযোগ বুজে তাদের মোবাইল ও টাকা পয়সা চিনিয়ে নিয়ে যায়। বিষয়টি চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সুমেল মিয়া আচ করতে পারলে হইহুলর শুরু করেন। তাৎক্ষনিক হাসপাতাল কর্তৃপক্ষ সকল গেইট বন্ধ করে দেন। এ সময় খোঁজাখোজি করে হাসপাতালের দ্বিতীয় তলা থেতে তাদের আটক করা হয়। আটকৃতদের কাছ থেকে ৩টি নামিদামি কোম্পানীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে জনতা তাদের উত্তম মধ্যম দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।