স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর মাতা মোছাম্মৎ আয়েশা বেগম এর হিববুন ফ্রেকচারের কারনে ঢাকা পঙ্গু হাসপাতালে ৩ অক্টোবর শনিবার ভর্তি করা হয়েছেন। তিনি বর্তমানে নিটর এর ৪র্থ তলা জিএইচডাব্লিউ ৪৭-এ প্রফেসার ডাঃ এবিএম গোলাম ফারুক এর তত্ত্বাবধানে রয়েছেন। ৯৪ বছর বয়স্কা আয়েশা বেগম এর শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াও রোগীকে শীঘ্রই অপারেশনের প্রয়োজনে নিভীর পরিচর্যায় রাখা হয়েছে। মায়ের আরোগ্য কামনায় ছেলে আব্দুল মালেক এজাজ, মোহাম্মদ আলী মমিন, মেয়ে রুকসানা বেগম লাভলী ও নাতি আলী মোঃ আসেফ হাসান শুভন দোয়া চেয়েছেন।