স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই রোডের করাব (বেকিটেকা) নামক স্থানে মোটরসাইকেল এবং ট্রলির সংঘর্ষে আজাদ চৌধুরী (৩২) নামে ১জন গুরুতর আহত হয়েছে। সে সদর উপজেলার আষেঢ়া ফান্ডাইল গ্রামের মোদাদিছ চৌধুরীর পুত্র।
আহত সূত্রে জানা যায়, আহত আজাদ চৌধুরী তার ছেলেকে নিয়ে হবিগঞ্জ আসার সময় হঠাৎ করে বিপরিত দিক থেকে একটি ধান বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় পুত্র রিপন চৌধুরীকে বাচাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। তার পা ভেঙ্গে যাওয়ায় কর্তব্যরত চিকিৎক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।